০১ এপ্রিল ২০০৮ তারিখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে ‘প্রভাষক’ পদে যোগদানের পর মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)-এর উদ্যোগে ‘মুক্তদুয়ার’ অনানুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। প্রতি রবিবার বিকালে ক্যাম্পাসে সাহিত্যাড্ডার আয়োজন চলে। ১৬ ডিসেম্বর ২০০৯ মহান বিজয় দিবসে কলা ভবনের নিচতলায় বৃহৎ কলেবরে ‘মুক্তদিুয়ার-দেয়ালিকা’ প্রকাশের মাধ্যমে মুক্তদুয়ার সর্বসাধারণে পরিচিতি পায়। সেসময় দেয়ালিকাটি উদ্বোধন করেন তৎকালীন মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. সৈয়দ গিয়াসউদ্দিন আহমেদ। সেসময়ে উপস্থিত ছিলেন তৎকালীন মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম, জাককানইবি শিক্ষক সমিতির সভাপতি ড. সুব্রত কুমার দে এবং সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা প্রমুখ। পরবর্তীতে একটি প্রতিশ্রুতিবদ্ধ স্বল্পদৈর্ঘ্য প্রকাশনারূপে মুক্তদুয়ারের আত্মপ্রকাশ ঘটে ফেব্রুয়ারি ২০১৩ খ্রিস্টাব্দে। শিক্ষক ও শিক্ষার্থীর সমন্বয়ে গড়ে ওঠা ‘মুক্তদুয়ার’ ঐতিহাসিকভাবে নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রথম শিল্প-সাহিত্য-সংস্কৃতি ও দর্শন বিষয়ক গঠনমূলক সংগঠন। মাওলা প্রিন্সের হস্তাক্ষরে মুক্তদুয়ারের নান্দনিক লোগো ডিজাইন করেন চারুকলা বিভাগের শিক্ষক রাশেদ সুখন।
মুক্তদুয়ারের লক্ষ্য ও উদ্দেশ্য হলো : ১. এটি একটি শিল্প-সাহিত্য-সংস্কৃতি ও দর্শন বিষয়ক আড্ডা, পাঠ ও প্রকাশনা নির্ভর প্রতিষ্ঠান। ২. এটি উদারনৈতিক মুক্তবুদ্ধির চর্চা এবং বৌদ্ধিক ও সৃজনশীল মানুষ গড়ার সহায়ক প্রতিষ্ঠান। ৩. এটি একটি সামাজিক দায়বোধসম্পন্ন শিক্ষক-শিক্ষার্থী ও নবীন-প্রবীণের একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান।
মুক্তদুয়ার নীতিমালা ২০২০-এর ‘লক্ষ্য ও উদ্দেশ্য’ এবং ‘সংশোধন, সম্প্রসারণ ও বিলুপ্তি’ ধারা অনুযায়ী মুক্তদুয়ার-প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স) কর্তৃক একটি গৃহীত উদ্যোগ হচ্ছে ‘মুক্তদুয়ার.কম’ শীর্ষক ওয়েবম্যাগ। যে-যিনি-যারা বহুকৌণিক দৃষ্টিভঙ্গি, সমন্বিত জ্ঞান ও মৌলিক চিন্তা ধারণ করে লেখালেখি করে ও করতে চায়, নিজেকে দায়িত্বশীল লেখক-গবেষক-শিক্ষক হিসেবে দেখে ও দেখতে চায়, সমাজ ও সভ্যতার জন্য গঠনমূলক কিছু করে ও করতে আগ্রহী, ‘মুক্তদুয়ার’ ও ‘মুক্তদুয়ার.কম’ তার বা তাদের জন্য একটি প্লাটফর্ম হিসেবে কাজ করবে।
-প্রধান সম্পাদক
Discussion about this post